ঈদের দিন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
 

নিহত ব্যক্তি শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের চাঁন মিয়ার পুত্র ইরফান আলী।
 


এ ঘটনায় রেহানা (৪৫), লিটন (২৫), রিপন (২০), হৃদয় মিয়া (১৬), আশরাফুল (২০), আম্বিয়া (৫৫), ফয়সল (২০) ও আম্বিয়া (৪৫) সহ আরও অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ এপ্রিল) ঈদের নামাজের পর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সেলিম খা’র পুত্র জামাল, মোনায়েম, শুভ ও রাসেলসহ কয়েকজন একটি ভ্যানগাড়িতে সাউন্ডবক্স বসিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে। এ সময় উচ্চশব্দে গান বাজানো বন্ধ করতে বলেন প্রতিবেশী চাঁন মিয়ার পুত্র ইরফান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়। চাঁন মিয়ার ছেলে ইরফান আলীকে মারপিট শুরু করে। এ ঘটনায় ইরফান গুরুতর আহত হলে স্বজনেরা মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে গুরুতর অবস্থা দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নেওয়ার সময় তার অবস্থার অবনতি হলে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
 

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানা নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৫