সিলেট নগরীর মির্জাজাঙ্গালে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৪টায় মির্জাজাঙ্গাল ৩৯/৮নং বাসায় এ ঘটনাটি ঘটে।
 

জানা যায়, এক সপ্তাহ আগে সিএনজি অটোরিকশাটি ভাড়া নেন চালক করুনা রায়। প্রতি দিনের মত গাড়িটি বাসার গেইটের ভিতরে রাখেন তিনি। আজ মঙ্গলবার ভোরে কে বা কারা সিএনজিতে আগুন দেয়। পরে  আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেবান।
 


পরে খবর পেয়ে সিলেট কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেন।
 

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানা মামলার প্রস্তুতি চলছে।
 


সিলেটভিউ২৪ডটকম/নুরুল/এসডি-০১