দীর্ঘ সাড়ে চার মাস কারাভোগের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।


ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জেলগেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রুহুল কবীর রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২