আগামী ১লা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিকদল। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে জানিয়ে তিনি বলেন, আমরা তিনটার মধ্যে সমাবেশ করব। তারপরে শোভাযাত্রা করব, বাংলামোটর পর্যন্ত চাইব... দেখি কতদূর দেয়।
নজরুল অভিযোগ করেন, সরকার অত্যাবশ্যক পরিষেবা আইন করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। শ্রমিকদেরও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর মাধ্যমে দ্রুত সাজা দেয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। শ্রমিক দিবসে এসব কালাকানুন বাতিলের দাবি জানানো হবে বলে জানান তিনি।
বিএনপির চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচি ১লা মে ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে নজরুল বলেন, শ্রমিকদের সমাবেশ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা হওয়ার কথা না। তবে সেখানে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন, যদি কিছু বলে ফেলে বলা যায় না।
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩