সিলেটে হঠাৎ কালবৈশাখীর হানা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আকস্মিক এই ঝড়ে এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
 

ঝড়ের কবলে পড়ে কয়েকটি এলাকায় কিছু সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে কালবৈশাখী ঝড় হয়। ঝড়ে এয়ারপোর্ট রোড এলাকায় গাছ ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঝড়ে এয়ারপোর্ট রোড সড়কে গাছ পড়ে যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে রাস্তা থেকে গাছ সরায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মোজাম্মেল/পল্লব-২৬