‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামের মাঠে জনসচেতনতামূলক এ টুর্নামেন্টের আয়োজন করেন বীরগাঁও খালপাড় সচেতন যুবসমাজ।
শুক্রবার বিকাল ৩টায় এ টুর্নামেন্টের আয়োজন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) ছকিনা আক্তার।
সাংবাদিক ও সমাজকর্মী শহিদ নূর আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টুর্নামেন্টের টাইটেল দেখেই আমার ভালো লেগেছে। মাদকের বিরুদ্ধে এ এলাকার মানুষের দারুণ প্রতিবাদ আমাদের মনে আশার সঞ্চার করে। খেলাধুলার মতো একটি সুস্থ্য বিনোদনও হলো, মাদকের বিরুদ্ধে প্রতিবাদও হলো। বর্তমান সরকার, পুলিশ প্রশাসনসহ আমরা সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি৷ আপনাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকলে আমাদের জানাবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। প্রশাসন তাকে নির্মূল করবে। খেলাধুলা মানুষকে ভদ্র, বিনয়ী ও নেতৃত্ব মানতে শেখায়। এর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়। সমাজ ও শরীর সুগঠন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, পূর্ব বীরগাঁও ইউপি সদস্য জুবায়ের আহমদ, আবদুল বাসির, দিদারুল আলম দিদার, মনির মিয়া, মাছুম আহমদ, মুরব্বি তয়ফুর রহমান, নূর জালাল করিম, আহমেদুল কবির সামুয়েল, মুজিবুর রহমান সুমুল, নায়েব আলী, ওয়াসিম রায়মন, সজিবুর রহমান, ছইদুর রহমান, বাবুল নাহিদ, সাদিকুর রহমান, কবি আজমল আহমদ, সুয়েব আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় শান্তিগঞ্জের ইয়াংস্টার ডুংরিয়া বনাম সিলেটের চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাব। খেলায় চাচা-ভাতিজা একাদশকে ০-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে ডুংরিয়ার দল। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বিশ্বম্ভপুর উপজেলার ভাদেরটেক স্পোর্টিং ক্লাব বনাম স্বাগতিক ইয়াহিয়া এন্ড শাফিউর একাদশ বীরগাঁও। এ ম্যাচে ২-০ গোলে জয় পায় স্বাগতিক দল।
দু’টি খেলাই পরিচালনা করেন- শামীনূর রহমান, আশরাফুল হক রুজেল ও আজহারুল ইসলাম আজাদ। খেলায় যৌথভাবে ধারা বিবরণী করেন ইয়াকুব শাহরিয়ার ও শহিদ নূর আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৪