দিরাইয়ে গর্তের পানিতে ডুবে দিপওয়ান দাস নামের এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু দিপওয়ান দাস ওই গ্রামের দিপক দাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পার্শ¦বর্তী মাটি তুলার গর্তে পড়ে নিখোঁজ হয় দিপওয়ান। পরিবারের লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গর্তের পানিতে পড়ে থাকতে দেখেন তার মা। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান ওসি।


সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪