বিরূপ আবহাওয়া থেকে বোরো ধান বাঁচাতে দ্রুত ধান কাটতে কৃষকদের সহযোগীতা প্রধানের লক্ষ্যে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা অনুযায়ী সিলেটের বিশ্বনাথে ধান কাটায় কৃষকের সাহায্যে মাঠে নেমেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র নেতৃত্বে ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ‘বেলার হাওরে’ কৃষক সুমেল আলীর প্রায় ৩০ শতক জমির ধান কেটে মাথায় বহন করে কৃষকের (সুমেল) বাড়িতে পৌঁছে দেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু ছাড়াও ধান কাটা উৎসবে যোগদান করেন উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলী, মাছুম খান, মৌরশ আলী, মাসুম আহমদ, আব্দুল হামিদ, রেদোয়ান আহমদ, আবির আহমদ প্রমুখ।
ধান কাটা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, বাংলার ১৮ কোটি মানুষের আশা আকাঙ্কার কেন্দ্রস্থল ছাত্রলীগের রাজনৈতিক অভিভাবক ও বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে বিগত দিন ছাত্রলীগের কর্মী হিসেবে বিগত সময়ের মতো আমরা ধান কেটে অসহায় কৃষকের পাশে কৃষকের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। এছাড়া অদূর ভবিষ্যতেও দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থাকবে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৬