আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মঈন উদ্দিন।
আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাংবাদিক মঈন উদ্দিন সর্বপ্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন।
রবিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় নগরের মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে তার শুভাকাঙ্ক্ষি ও ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লার ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাংবাদিক মঈন উদ্দিন দৈনিক একাত্তরের কথা পত্রিকার উপ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বিগতদিনে অত্যন্ত সফলতার সাথে সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪