সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের জেরে যমুনা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার চীফ রিপোর্টার আমিনুল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে নিন্দা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক হাওরাঞ্চলের কথা'র স্টাফ রিপোর্টার, দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এম এ মোতালিব ভুইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ছাতক- দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্না, যুগ্ম সম্পাদক শাহ মাসুক নাঈম, সহ সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আব্দুল সালাম, জুয়েল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলা শহরের লালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সুনামগঞ্জে রড ছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা'র চীফ রিপোর্টার আমিনুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১০২