ফাইল ছবি
সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল গ্রামে পাগলা কুকুরের ভয়ে আতংকিত এলাকাবাসী। এমতাবস্থায় পৌরসভাধীন ৬নং এলাকার নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন কাউন্সিলর জাহেদ আহমদ।
জানা যায়, গত শুক্রবার জুম্মা'র নামাজ চলাকালে পশ্চিম ঘোগারকুল এলাকার পানিয়ালা টিল্লায় ৩টি ছাগল চড়িয়েছিলেন স্থানীয় আকলিছ আলী পীরের ছেলে আনোয়ার হোসেন মূসা।নামাজ থেকে ফিরে পানিয়ালা টিল্লার পাশের জমিতে ছাগল দেখতে গেলে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ছাগল ৩টিকে দেখতে পান, পরে ১০ বছরের একটি শিশু সেদিকে এগিয়ে গেলে সেই শিশুটির দিকেও পাগলা কুকুর ধাওয়া করে। বর্তমানে পুরো এলাকাজুড়ে পাগলা কুকুর নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে।
এর কয়েকদিন আগেও পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন বেশ কিছু মানুষ।
এব্যাপারে ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদ আহমদ জানান, আমরা পাগলা কুকুরটিকে নিয়ে বেশ আতংকেই রয়েছি। খুব শীঘ্রই পৌরসভার পক্ষ থেকে কুকুরটি দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার চেষ্টা চলছে। এসময় কিছুদিন এলাকাবাসীকে সতর্ক থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জয়/মাহি