হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকালে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর পৌর এলাকায় মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
এতে মাধবপুরে কর্মরত মাই টিভি ও ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রাজীব দেব রায় রাজু, যোগেন্দ্র লাল ঘোষের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী উৎপল ঘোষ ও সিএনজি চালক আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী ঢাকা মেট্রো ট ২০-৭৩৩৮ নাম্বারের সাধারণ ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে উল্টে পরে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিতে থাকা ড্রাইভার সহ যাত্রীরা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত সাংবাদিক রাজীব দেব’কে প্রাথমিক সিকিৎসা করেন এবং গুরুতর আহত উৎপল ঘোষ কে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাপুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দূর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি থানা হেফাজতে রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৬৬