দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব৷ মানুষ মানুষের জন্য। মানুষ হিসেবে মানুষের জন্য কাজ করার দায়বদ্ধতা থেকেই আমি সমাজের হতদরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নের জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের হতদরিদ্র মানুষদের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে। 

রবিবার (৭ মে) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিকরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমে গিয়ে তিনি একথা বলেন।


নগদ অর্থসহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, সাংবাদিক আহমদ আলী, সাবেক ইউপি সদস্য মো. সফিকুল হক সফিক, সমাজকর্মী ইস্তেগার গণি তাজেল, হাসান আহমদ, জয়নাল আবেদীন, জাহেদ আহমদ, মিনহাজ উল ইসলাম মারজু, রাহিম আহমদ, আমিন আহমদ, রিয়াজ আহমদ, শাহরিয়ার সোহাগ প্রমুখ। 

উল্লেখ্য, গত বুধবার (৩ মে) আনুমানিক দুপুর ৩টায় সিলাম ইউনিয়নের টিকরপাড়া জাঙ্গাইল এলাকায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়। 

পরে, স্থানীয় সমাজসেবী ও রাজনীতিবিদ আবু সাঈদ জুবেরী সাদের মাধ্যমে খবর পেয়ে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ক্ষতিগ্রস্থদের সাধ্যানুযায়ী সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং আগামীতেও স্থানীয় সমাজকর্মীগণ ও রাজনীতিক ব্যক্তিবর্গ তাদের স্থায়ী নিবাস নির্মাণের কোন উদ্যোগ নিলে তিনি সাধ্যানুযায়ী সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর