সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৭ বস্তা চিনিসহ ফজলু মিয়া (৩৭) নামের এক চোরাকারবারিকে আটক হয়েছে। অপরদিকে গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে আব্দুল্লাহ (২৫) নামে আরেক যুবককে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ মে) বিকেলে তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আটক ফজলু মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর ছেলে এবং সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে এএসআই সুমন চন্দ্ৰ দেব সহ সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের হাকিম আলীর বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার উপর ক্রয়-বিক্রয়কালে ভারতীয় ১৭ বস্তা চিনিসহ চোরাকারবারি ফজলু মিয়াকে আটক করা হয়। অপরদিকে রোববার দিবাগত রাত ১০টার দিকে দোহালিয়া ইউনিয়নের পুরাতন পানাইল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে সেবনের উদ্দেশ্যে নিজের কাছে গাঁজা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ইআ-০৫