‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় সরকারিভাবে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরোধান সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
 

মঙ্গলবার (৯ মে) বিকেল ৪টায় শাল্লা উপজেলার খাদ্যগুদামে এর উদ্বোধন করা হয়।


খাদ্য গোদামের তথ্যমতে, শাল্লা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা-১৮৩১ মেট্রিকটন। একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩০০০ হাজার কেজি ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা। ধান সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।
 

বোরোধান সংগ্রহের উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মো. আবু তালেব।
 

আরও উপস্থিত ছিলেন- খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার ফজলুল করিম ও সাবেক কৃষকলীগের সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৮৪