সুনামগঞ্জের ছাতকে থানাপুলিশের অভিযানে ৫০ কেজির ২০ বস্তা ভারতীয় চিনিসহ মোজাম্মিল আলী (২২) ও মো. মামুন মিয়া (১৯) নামের দুজনকে আটক করা হয়েছে। এসময় একটি কাভার্ড ভ্যান জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি কাভার্ড ভ্যান যোগে বিভিন্ন স্থানে বিক্রি করে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি খাঁন মোহাম্মদ মাঈনুল জাকিরের নির্দেশনায় এসআই মো. আবুল কাসেমের নেতৃত্বে বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের ছাতক রোডে থেকে একটি নীল রঙের কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫০ কেজির ২০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এসময় চোরাকারবারি মো. মোজাম্মিল আলী ও মো. মামুন মিয়াকে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক মো. শফিকুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক দুই আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সিলেটভিউ২৪ডটকম / শংকর / ডি.আর