নিখোঁজের ৫ দিন পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী শাহজীবাজার দুর্গম পাহাড়ি এলাকার আকাশি বাগান থেকে রাসেল মিয়া (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাসেল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।


চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, রাসেল গত ৫ দিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে পায়নি। এর আগে ১০ মে শায়েস্তাগঞ্জ থানায় এই মর্মে নিখোঁজের বিষয়টি অবগত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনন্দন ফরেস্টের লোকজন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চুনারুঘাট অংশে আকাশি বাগানে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেয়। 

খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি জানান, এ ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নিহতের স্বজনদের ধারণা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে মরদেহ গুম করতেই দুর্গম পাহাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। 


সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর