সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত হাট দ্রুত চালুর লক্ষ্যে বাংলাদেশ ও ভারত দু'দেশের এডিএম পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার (১১ই মে) দু'দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) পর্যায়ে সীমান্তবর্তী লাউড়েরগড় শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা জিরো পয়েন্টে নির্মিত হাটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দু'দেশের বৈঠকে নেতৃত্ব দেন ভারতের এডিএম এল জিং কিং এবং বাংলাদেশের এডিএম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

এসময় ভারতের রাষ্ট্রদূত নিরাজ কুমার জওসয়াল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, ২৮ বিজিবির কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, আগামী ২৪ অথবা ৩১ মে সীমান্তের এই বর্ডারহাটি চালুর লক্ষ্যে আনুসাঙ্গিক প্রস্তুতির কাজ চলছে।


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/ইআ-০৮