সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে (২৩) একটি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১২ মে) বিকেল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের মনাই মিয়া শাহ মাজারের পাশ থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৯২ বোতল অফিসার্স চয়েস মদ সহ স্থানীয় নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন সিএনজি গাড়ী নিয়ে জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়ার সময় তাহাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ মাহবুবুর/ মাহি