সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাজারগল্লি এডভোকেট সালমা সুলতানা এর বাসায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহন করেন।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, বিলকিছ নুর, মাধুরী গুণ, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, সাজেদা পারভীন, শামীমা আক্তার ঝিনু, খোদোজা ইসলাম চৌধুরী দিনা, কোহিনুর সুলতানা, রোকেয়া আক্তার চৌধুরী, রুনা আক্তার, রীনা রানী তালুকদার, জোস্না দাশ, ঝুমা রানী দাশ, বীনা সরকার, নাছিমা আক্তার কণা, হাছিনা বেগম, সাহিদা তালুকদার, কয়তুন্নেছা, অব্ধনা সরকার, হেনা রানী সরকার, মুক্তা পারভীন, শাহনাজ আক্তার রিনা, নমিতা রানী মোদক প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭২