সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতিমন্ডলীর সাথে বাংলাদেশ জুয়েলারী সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
 

সোমবার (১৫ মে) বিকাল ৩টায় বাংলাদেশ জুয়েলারী সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতিমন্ডলীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
 


এসময় সংগঠনের সদস্য সচিব নীহার কুমার রায় বলেন, বাংলাদেশ জুয়েলারী সমিতি, সিলেট জেলা শাখায় প্রায় ৩৫০ জন জুয়েলারী ব্যবসায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ৬ জুন তারিখে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 

তিনি বাংলাদেশ জুয়েলারী সমিতি, সিলেট জেলা শাখার নির্বাচন আয়োজনে সিলেট চেম্বারের সহযোগিতা ও নির্বাচন পর্যবেক্ষণের জন্য চেম্বার সভাপতিকে অনুরোধ জানান।
 

সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য বাংলাদেশ জুয়েলারী সমিতি, সিলেট জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
 

তিনি সংগঠনটির আগামী নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মো. আতিক হোসেন, বাংলাদেশ জুয়েলারী সমিতি, সিলেট জেলা শাখার সদস্য মো. সুনু মিয়া, খোরশেদ আলম, আবুল হাসান নজু, মোঃ সোহেল আহমদ, শেখ মোঃ আলমগীর, অরুণ কুমার কর প্রমুখ।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮১