সিলেটে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৯১ হাজার টাকা জরিমানা আদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (১৫ মে) দুপুরে নগরীর লালদিঘীরপাড়, আম্বরখানা ও দরগাহ গেইট এলাকায় এই অভিযান পরিচালনা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।



বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নগরীর লালদিঘীরপাড়স্থ আজিজ এন্টারপ্রাইজে নকল ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়, বিদেশি কসমেটিকসে আমদানি ও স্টিকারবিহীন বিক্রয়, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ৫০ হাজার টাকা এবং পোড়া তেল ও টেক্সটাইল রং ব্যবহার করে খাবার প্রস্তুতকরণসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে খাসদবীর এলাকার সুরুচি ফুডসে ২৫ হাজার টাকা ও দরগা গেইট এলাকার সিলেটি রেস্টুরেন্টকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে সার্বিক সহায়তা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেনসহ র‍্যাব-৯ এর একটি টিম।


এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/ মাহি