শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গবেষণাগারের এক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের ১২৭ নং কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই কক্ষে একটি গবেষণাগার ছিল। আগুন লাগার পরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একইসাথে বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। পরে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে কক্ষের শীততাপ নিয়ন্ত্রণ (এসি) ও চেয়ার-টেবিল পুড়ে গেছে বলে জানা গেছে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগুন কক্ষের বাইরে ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ মাহি