প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বাদ আসর সিলেট নগরীর দক্ষিণ সুরমার পুরাতন পুলেরমুখ সংলগ্ন পাঞ্জেগানা মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন চন্দ্র পাল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুমিনুল মাসুম, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, স্টুডেন্ট ল এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ, আসাদুর রহমান আসাদ, মারজান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমাদ উদ্দিন, জাকির আহমদ, প্রীতম পাল, মইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সারওয়ার সিদ্দিক, ছাত্রলীগ নেতা এইচ.এ রুবেল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদুর রহমান রাসেল, আলী হুসেন, নূর উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪৩