সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাক্কির (১০) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার পুত্র ও লামা সানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।


স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ও স্থানীয়রা জানান, ওই বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বিদ্যুতের খুঁটির উপরিভাগে ছিল শালিক পাখির বাসা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিদ্যুতের খুঁটি বেয়ে বাসা ভেঙে পাখির ছানা আনতে যায় স্কুলছাত্র মোজাক্কির। এ সময় বিদ্যুতায়িত তারে জড়িয়ে ছিটকে নিচে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/ মাহি