সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ সিদ্ধান্ত দিতে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বক্তব্য দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
মাজার জিয়ারত শেষে নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এসে পৌঁছানোর পর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন তিনি।
বক্তব্যের শুরুতেই আরিফ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান ক্ষমতায় থাকার সময় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনেক সাহায্য করেছেন। এবং আমি মেয়র থাকা অবস্থায় আমাকেও একই ভাবে সাহয্য করে গেছেন।
লিখিত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে বিভিন্ন সময় সাহায্য করার জন্য।
সিলেটভিউ২৪ডটকম /নাজাত