বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২০২২ সালে আয়োজিত শুভ জন্মাষ্টমী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অনিল কান্ত পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি দাশ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমল কান্তি দাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধির রাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাবেক সভাপতি নীরেন্দ্র কুমার দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য বিজিত কৃষ্ণ গোস্বামী, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি প্রমোদ রঞ্জন দাস, সহ সভাপতি অনাথ বন্ধু দাস, সুধির রঞ্জন দাস, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন সুব্রত দাস।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী প্রাপ্তি দাস’র পবিত্র গীতা পাঠ এবং ক্ষুদে শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের মোট ৪২ জন প্রতিযোগী ও ধামাইল নৃত্যে ৩ গ্রুপকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/জয়/এসডি-৩৯৭