দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা।
 

শনিবার রাতে দক্ষিণ সুরমার কয়েকজন কাউন্সিলর প্রার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন। এসময় প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তারা নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
 


দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এর পরিচালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন।
 

অতিথির বক্তব্যে এডভোকেট নিজাম উদ্দিন বলেন, সিসিকের দক্ষিণ সুরমার নতুন ও পুরাতন নয়টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত আসনের কাউন্সিলররা নির্বাচিত হওয়ায় পর দক্ষিণ সুরমার সমস্যা সমূহ চিহ্নিত করে একযোগে সবাই কাজ করলে দক্ষিণ সুরমা এলাকা নান্দনিক রূপ পাবে।
 

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তৌফিক বক্স লিপন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মঈন উদ্দিন, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লিটন আহমদ, ২৫,২৬, ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলরর প্রার্থী আসমা বেগম।
 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য রেজাউল হক ডালিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ।
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, এনামুল হক জুবের, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সাংবাদিক সম্পাদক আহমাদ সেলিম, কাউসার চৌধুরী, ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, কথা সাহিত্যিক সেলিম আউয়াল, ব্যাংকার জাবেদ আহমদ, সাংবাদিক ভানুজ ভট্টাচার্য্য, খালেদ আহমদ, সাব্বির আহমদ, মো. সামসুল আলম, এডভোকেট আব্দুল মুকিত অপি, নুর আহমদ, আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, সাংবাদিক মঞ্জুর আহমদ, সাংবাদিক আলাউদ্দিন, মো. মঈন উদ্দিন মঞ্জু, আহবাব মোস্তফা খান, আব্দুল বাতিন ফয়সল, সাংবাদিক শাব্বির আহমদ, মাসুদ আহমদ রনি, তাজুল ইসলাম, ওয়েস খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা বাচ্চু, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, বর্তমান কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি শিপন আহমদ, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহেদ আহমদ শান্ত, সদস্য মনছুর আলী মাসুম, আনোওয়ার হোসেন, রফিক আহমদ, আবুল বশর, শেখ সাদিম এসএম ফাহিম প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩১