জাতীয় ‘দৈনিক বর্তমান’ এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট বিভাগের সরকার নিবন্ধিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক ও এনটিভি ইউরোপের সিলেট ব্যুরো প্রধান সাজলু লস্কর।
রবিবার (২১ মে) দৈনিক বর্তমান এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সাজলু লস্করকে এ নিয়োগ প্রদান করা হয়।
সাজলু লস্কর এর আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দক্ষতার সাথে বিভিন্ন দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁর সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন সিলেটের শীর্ষ স্থানীয় জনপ্রিয় গণমাধ্যম হিসেবে বিবেচিত।
সংবাদ সক্রান্ত যেকোন প্রয়োজনে সাজলু লস্করের ০১৭১১৪৪৯৫৭৪ মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪৬