গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমে (দোয়াত কলম) প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
 

মঙ্গলবার পৌর শহরের চৌমূহনীতে এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম) মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
 

উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সৈসয়দ হাসিন আহমদ মিন্টু, বাদে পাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু।
 

সভায় চেয়ারময়ান প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, আমি চেয়ারম্যান তাকাকালীন সময়ে মানুষের খেদমতে ছিলাম। সব সবসময় মানুষের সুখ-দুঃখের সারতি হয়ে কাজ করেছি। মাত্র ২০ মাস চেয়ারম্যান ছিলা। তাই অল্প সময়ে আমার সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করেছি। তাদের অনেক চাহিদা ছিল, কিন্ত সময় কম থাকায় সব কাজ করা সম্ভব হশনি। আমি নির্বাচিত হলে আগামী ৫ বছর মানুষের কল্যাণে কাজ করবো। তিনি সকলের কাছে দোয়া চান।
 

এরপর সন্ধার পর থেকে রাত পর্যন্ত পৌর শহরের গণসংযোগ করেন তিনি।


 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৮১১