‘স্মার্ট বাংলাদেশ, ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটি যৌথ আয়োজনে সিলেট রিজিওনাল ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কম্পিটিশন’ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ মে) সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেটে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় সিলেটের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি টিমে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সৈয়দ রাগীব আলী।
অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক ও সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান উপস্থিত থাকবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, শিক্ষা ও আইসিটি) এ.এস.এম কাসেমের সার্বিক তত্ত্বাবধানে স্মার্ট ভিলেজ আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এ প্রতিযোগিতার সমন্বয়ক ও লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪৯