আগামী ২১ জুন ২০২৩ইং অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. রিয়াজ মিয়া।
 

সোমবার (২২ মে) বিকাল সিলেট মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন।
 


মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন- ৩৭নং ওয়ার্ডের মুরব্বী সাবেক মেম্বার তারেক আহমদ বাবুল, আতিকুর রহমান, মো: মানিক মিয়া, নুরুল ইসলাম, আঙ্গুল মিয়া, সহ ৩৭নম্বর ওয়ার্ডের সমাজিক, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা।

 

মনোনয়ন ফরম জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় মো. রিয়াজ মিয়া বলেন, ওয়ার্ডবাসির ভালোবাসায় আমি নির্বাচন করছি। আমি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
 

পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও দোয়া কামনা করেন  এবং তাঁকে ভোট দিয়ে  জয়যুক্ত করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৫৪