মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
 

সোমবার দুপুর ১টায় ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে এ ঘটনা ঘটে।


 

জানা যায়, গোলেরহাওয় গ্রামের মো. আং সোবহান এর ছেলে সেনা সদস্য  মো. সাইফুর রহমান (৩৪) ও তার বন্ধু গফফার মোটরসাইকেলযোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
 

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সাথে স্বাক্ষাৎ করতে এসেছিলেন। সে মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক।
 

ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।


 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-৪৬৫