সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট মহানগরীর মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি নির্বাচিত হলে নগরবাসীর সেবক হিসাবে সবার আশা আখাংকার প্রতিফলন ঘটাবো। দলমত নির্বিশেষ সবার কল্যাণে কাজ করতে চাই। তাই ২১ জুনের নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে আমার এবং প্রধানমন্ত্রীর জয় নিশ্চিত করুন।
 

বুধবার (৭ জুন) দুপুরে নগরীর বন্দর বাজার এলাকার করিম উল্লাহ মার্কেটে গণসংযোগকালে এসব কথা বলেন।


এসময় তিনি বলেন, আধ্যাত্মিক এ নগরীকে একটি আধুনিক স্মার্ট ব্যবসায়ী ও পর্যটনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলবো। তিনি ব্যবসায়ীসহ সকলের আন্তরিক সহযোগীতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 

এর আগে তিনি নগরীর মেন্দিবাগস্থ কুশিঘাট ও কাজিরবাজার মাদ্রাসায় গণসংযোগ করেন।
 

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফ্উিল আলম চৌধুরী নাদেল, সহসভাপতি বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, কাউন্সিলার বিক্রম কর সম্রাট, মহাগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধীকারী আতাউল্লাহ সাকের, সানাউল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফায়ের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু, জায়েদ আহমদ, মোঃ আফজাল হোসেন, কবির আহমদ, লয়েস আহমদ, এডভোকেট মিয়া মোহাম্দ লিটন, আব্দুল বাছির, কাওসার আহমদ, আজাদ উদ্দিন, বাবুল সিদ্দিকী, জাকারিয়া আহমদসহ করিম উল্লাহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬৪