বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশ শাখার কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (১৭ জুন) বিকাল ৪টায় সিডনির লাকেম্বা পাবলিক লাইব্ররীতে ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) মোহাম্মদ অমি ফেরদৌস।
 

সভায় প্রধান অতিথি মোহাম্মদ অমি ফেরদৌস গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার নেতা কর্মীদের মতামত গুরুত্বের সাথে গ্রহন করেন ও সদস্যদের মাঝে ফরম বিতরণ করেন।
 

এরই মাঝে মোহাম্মদ অমি ফেরদৌস অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের তিনটি প্রশ্ন করেন। কিভাবে অস্ট্রেলিয়া কমিটি গঠন করা হবে ?
১) মূল কমিটি / আহ্বায়ক কমিটি / টপ ৫/৭
২) বিভাগীয় কমিটি কিভাবে গঠন করা যেতে পারে।
৩) অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দল গঠন (ফুল কমিটি/ আহ্বায়ক কমিটি / টপ ৫/৭) হওয়ার পরে, অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের বিভাগীয়  কমিটি গঠন প্রক্রিয়া করা ভাল হবে।
ক) অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলে কত সদস্য বিশিষ্ট কমিটি করলে ভালো হবে?
খ) ছোট পরিসরে আহ্বায়ক কমিটি ( ৫/৭ টপ ফাইভ টপ সেভেন। ফুল কমিটি ১৩১/ ৭১/৪১/৩১/সদস্য বিশিষ্ট কমিটি করা যায়।
 

এ সকল বিষয়ে অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা বিস্তারিত মতামত দেন।

উক্ত মতবিনিময় সভায় ইচ্ছা থাকা সত্বেও অনেকেই উপস্থিত হতে পারেন নাই।
 

তদুপলক্ষ্যে, আগামী ২৪ শে জুন শনিবার একই সময়ে, একই স্থানে নতুন করে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সকলকে যথা সময়ে উপস্থিতি হবার জন্য অনুরোধ করা হইল।


 

সিলেটভিউ২৪ডটকম/জুমান/এসডি-৪১৮