উৎসবমুখর পরিবেশে চলছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট দিচ্ছেন মহানগরবাসী। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আশানুরূপ না হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 


ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কোন ধরনের জটিলতা ছাড়াই নির্দ্বিধায় ভোট দিতে পারছেন ভোটার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে খুশি নারীরাও। কেন্দ্রগুলোতে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

৩২ নং ওয়ার্ডের ভোটার জেসমিন আক্তার জানান, প্রথম ভোট ইভিএমএ দিব বলে অনেক এক্সাইটেড ছিলাম। জটিলতা ছাড়াই ভোট দিতে পেরেছি। মনে হচ্ছে ভোটের জন্য ইভিএম পদ্ধতি ভাল। ভোট দিতে সময়ও কম লেগেছে।

 

১৫ নং ওয়ার্ডের ভোটার আন্নামা জানান, ইভিএমে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে চিন্তায় ছিলাম। ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারে বেশ আনন্দ লাগছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি। ছোটবেলা থেকে শুনে আসছি ভোট ব্যালট পেপারে হয়। কিন্তু এবার ভোট দিয়েছি ব্যালট সিল ছাড়া। বিষয়টা অন্যরকম লাগছে।


২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চম বারের মত হচ্ছে সিসিক নির্বাচন। ২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি।

১৯০টি কেন্দ্রে মোট ১৭৪৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভোট পরিস্থিতি সিসি ক্যামেরায় তদারকি করবে নির্বাচন কমিশন।

 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মোট ৮ জন মেয়র প্রার্থী ও কাউন্সিলর পদে ৩৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে ২৭২ জন সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) ৮৭ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত