গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্সের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক সম্পন্ন হয়েছে। সোমবার (২৫শে ডিসেম্বর) স্থানীয় সময় বেলা দুইটায় প্যারিসের বাঙালি পাড়ার জনপ্রিয় স্থান লাকর্ণভের অভিজাত মধু ইন্ডিয়ান রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

 


সংগঠনের নব-নির্বাচিত সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশেদ আহমদ,সাবেক ছাত্রনেতা সৈয়দ নূরুল হোসেন বাবলা ও সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রভাষক ফখর উদ্দিন, জ্যেষ্ঠ উপদেষ্টা সালিশী ব্যক্তিত্ব বিধান চন্দ্র ধর, জ্যেষ্ঠ উপদেষ্টা রাজনৈতিক ও সালিশি ব্যক্তিত্ব মোজাম্মেল আলী, উপদেষ্টা মো. শাজাহান, উপদেষ্টা আব্দুল কাদির জিলানী ও উপদেষ্টা কুতুব উদ্দিন। 

 

সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে গোয়াইনঘাটের মানুষকে ঐক্যবদ্ধ করে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান করেন।

 

সভাপতির বক্তব্যে আব্দুল বাতেন গোয়াইনঘাটবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাই হয়ে আগামীদিনে কাঁদেকাঁদ মিলিয়ে   কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক খুরশেদ আহমদ কমিউনিটির ভিতরে কুচক্রীমহলের সকল ষড়যন্ত্র ধুলিস্যাৎ করে গোয়াইনঘাটবাসীর সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সভায় প্রধান উপদেষ্টা প্রভাষক ফখর উদ্দিন পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহিন আলম, হুমায়ুন আহমদ, কয়েছ আহমদ, ফয়সাল আহমদ, প্রবোধ লাল দে, পিযুষ কান্তি ধর, ইমাম আল আকরাম, মুজিবুর রহমান প্রমুখ ।

 

এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক খুরশেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সালেহ আহমদ, নিপু, সজিবুর রহমান, কাওসার আহমেদ সাজু, ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক নূর রহমান আবির, মাহবুবুর রহমান সুমন, সাইফুর রহমান, আবুল হোসেন, দেলোয়ার হোসেন,মনজুর আহমদ, ইকবাল হোসেন, অর্থ সম্পাদক কামিল ফয়সাল, যোগাযোগ সম্পাদক খালেদ আহমদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক তারেক আহমদ, শিক্ষা সম্পাদক শরীফুল এনাম, যুব সম্পাদক মুহিতুর রহমান, সমাজসেবা সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, ত্রান ও দুর্যোগ সম্পাদক শামসুল ইসলাম, ধর্ম সম্পাদক মৌলানা এম.এ রহিম,বিজ্ঞান সম্পাদক রুবেল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক জিয়াজুল ইসলাম, পর্যটন সম্পাদক মিসবাহ উদ্দিন,স্বাস্থ্য সম্পাদক মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক শেরগুল আহমদ, পাঠাগার সম্পাদক শামীম আহমদ, পরিবেশ সম্পাদক মিনহাজুল আবেদিন নান্নু, স্কুল সম্পাদক আফজল হোসেন, শ্রম সম্পাদক মো. ইমাম। 

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ নোমান