*পরমা প্রীতি*

 


নামেই যেনো তুমার প্রকাশ-"পরমা",
আমার চোখে মানবি নয়,এ নিশ্চয় এক প্রতিমা।
হয়তো আমি ডাকিনি তোমায়-অন্ধকার এই মরুর শহরে,
তবু বুকের ভিতর কতো জল্পনা মোর,শুধু হাতড়িয়ে মরে।
আমার বাক-হীন সম্ভাষণে তাও-করি নিমন্ত্রণ, 
খোঁজে ফিরি শুধু একপলক, দেখিবার ইচ্ছে গোপন।
চাঁদের মিষ্টতায় নয়- রোদের প্রখরতায় তুমার চোখে চোখ,
তাও কেনো তুমার স্নিগ্ধতায়, উন্মুখ এ বুক?
হয়তো তুমি আমি মেঘ দেখিনি-বহিয়ে শীতল বাতাস,
অথচ মেঘে মেঘে ঢেকে আছে, আমাদের স্বপ্নীল আকাশ।
উটের পিঠে চড়ে তাও- দূর্গম সাহরায় ছুটছে মমো মন, 
 পরমা প্রীতির অঝোর ধারায়, ভিজবে এ শুকনা চরণ।
না হয় আমার চোখের পাতায় পরম প্রীতিতে, 
রাখবো এ স্নিগ্ধ অনুভূতি মোর জীবন সৃতিতে।