১) ক্রাশ 

হঠাৎ দেখা 
ফড়িং প্রজাপতির উচ্ছ্বাসে সবুজ অরণ্যে
ক্রাশ —
বিশ্বাস —
তারপর চলে যাওয়া সাথে দীর্ঘশ্বাস —


তোমার চলে যাওয়া পথে 
পৃথিবীর ছায়া নামে আমার দুচোখে
আমি পথ হারিয়ে
ছায়ার সঙ্গে আমার বসবাস —
আশায় হাত বাড়াই ইশারায়।

তখনই বুঝি! 
নদী তীরে কাশফুল ঘাস 
যদি কখনও আবার চোখে দেখি
ঊষার আলোকে সাদা পালক রাজহাঁস।

 

২) অন্ধ তবুও অন্ধ

যদি আলো না-ফোটে
পৃথিবী অন্ধকার —
আলোর শত্রুও অন্ধ
আরও গভীরে অন্ধকারে তলিয়ে যায়।
তাই আলো থাকুক 
একটি করে হলেও আলো ফুটুক। 
শতো কিলোমিটার ব্যাপী অন্ধকারে 
তুমি যেনো এক ছোট্ট আলোর মশাল।

যখন আলো ফোটে
পৃথিবী আলোকিত 
দিশাহারা অন্ধ যারা
তারাও আলোর পথ খোঁজে আর হাঁটে।
তাই আলো থাকুক 
একটি করে হলেও আলো ফুটুক। 
কোটি কোটি অন্ধের ভীড় ঠেলে 
তুমি যেনো এক ছোট্ট আলোর মশাল। 

আলো-তো অন্ধকেই পথ দেখায় —
অন্ধ তবুও অন্ধ
থাকে অন্ধকারে হিংসায় আলোর নিন্দায়।
তবুও আলো থাকুক 
অন্ধরা আলোতে পথ দেখুক 
আলো ঝলমলে ভিষিথে সবাই বাঁচুক।

 

৩) ভালোই-তো

এভাবেই ভালোয় ভালোয় 
যায় যদি দিন 
ভালোই-তো,
অন্ধকারের শেষের সীমায় 
দেখতে কি পাও?
আলোই-তো!