দীর্ঘশ্বাস

কন্ঠে আমার দীর্ঘশ্বাস -
ভুল সুরে গায় গান, 
কতো ঘাত-প্রতিঘাত আর -
মরণ বাণে করেছি অগ্নিস্নান। 
নির্মম শহরের ঐ ল্যাম্পোস্টের আলো -
আর কংক্রিটের নিষ্ঠুরতা আমায় বলে,
আলো ঝলমলে মায়াবি এ শহরে-
তোমার কী ছিলো,কী-ই বা তুমি পেলে? 
এ হৃদয় বুনেছিলো কতো শত-
বেপরোয়া বর্ণিল স্বপ্ন জাল,
সব-ই তার করাল গ্রাসে -
গিলে খেলো হতচ্ছাড়া ঐ মহাকাল। 
 বাহিরটা আমার বড্ড সুন্দর -
রংধনু রাঙা ফাল্গুনের মতো সোচ্চার, 
ভিতরে কেবলই নিঃসঙ্গতা -
ঠিক যেনো চৈত্রের মতো হাহাকার। 
বেসুরো জীবন আমার-
তাই তো সুর ছাড়া বেঁধেছি এ গান,
অগ্নিঝরা সুরের মূর্ছনায় -
কবে জুড়াবে এ ব্যাকুল প্রাণ?
যে সুরবাণ আমার বক্ষে বিঁধিয়া -
মনন আকাশের সব গ্লানি, 
বারি হয়ে পড়বে ঝরিয়া।


 


লেখক: সাংবাদিক