সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। সারাদেশের ন্যায় সিলেটে ও চারদিনব্যাপী কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হবে। স্মার্ট বাংলাদেশের পথে, চলো হাটি একসাথে এই প্রতিপাদ্য নিয়ে এ বছর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বর্নিল আয়োজনে পালন করবে  কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।  চারদিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রথমদিন ( আজ)  উদবোধন এবং বন্যার্ঢ্য র‍্যালী অনুষ্ঠিত হবে। এর পর শুরু হবে অভিবাবক সম্মেলন ও ল্যাব ওয়ার্ক পরিদর্শন।

 



অনুষ্ঠানের উদবোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে  সিলেট মহানগর এর  পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান পিপিএম। এসময় আরো উপস্থিত থাকার কথা রয়েছে আলিম ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরীর। 

 

দ্বিতীয় দিন (২৯ এপ্রিল) কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকি এন ডিসি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ফরহাদ  রাব্বি।

 

এরপর একই দিনে শিল্প কারখানা সমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হবে ।

 

কারিগরি শিক্ষা সপ্তাহের ৩য় দিনে ( ৩০ এপ্রিল) দেশের স্বনামধন্য ইন্ডাস্ট্রিজ এবং সিলেট বিভাগের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চাকুরি মেলা। যেখান থেকে সরাসরি সাক্ষাৎকারের  মাধ্যমে শতাধিক চাকুরিপ্রত্যাশিদের  চাকুরি প্রদানের কথা রয়েছে।

 

সমাপনী দিনে (০২ মে)   মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চারদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে। চার দিন ব্যাপী বর্নিল আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে অধ্যক্ষ স্বাক্ষরিত আমন্ত্রণ পত্র প্রদান করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন বলেছেন, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারিগরি ও বৃত্তিমূলক  শিক্ষা সপ্তাহ দেশের চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলা সহ আগামীর অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাই এই শিক্ষা সপ্তাহকে ভালোভাবে উদযাপন করতে এখন পূর্ন প্রস্তুতি সম্পন করা হয়েছে।  

 

উল্লেখ্য উদবোধনী অনুষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্যাম্পাসে আজ ( রবিবার)  সকাল ৯.০০ ঘটিকায় শুরু হওয়ার কথা রয়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি