তখন কিংবা এখন; শ্রীলঙ্কার ইতিহাসে সবসময়ের সেরাদের একজন তিনি। সনাৎ জয়াসুরিয়া। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি। হঠাৎ করেই সিলেটে এসেছেন জয়াসুরিয়া। এরপর কথাও বলেছেন সাংবাদিকদের সাথে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হয়ে সিলেটে আসেন সনাৎ জয়াসুরিয়া। এর আগে ক্রিকেটার হিসেবে বাংলাদেশে আসা এই সাবেক অলরাউন্ডার এবার এসেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শক হিসেবে।


সিলেটে টিম হোটেলে প্রবেশের মুখে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজারের বেশি রান ও ৪৪০টি উইকেটের মালিক জয়াসুরিয়া।

প্রথম ম্যাচে হারলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফিরে আসার সম্ভাবনা দেখছেন লঙ্কান কিংবদন্তি, ‘কিছুটা দেখেছি (জাকেরের ব্যাটিং)। বাংলাদেশ ভালো লড়াই করেছে। তারাও ভালো ব্যাটিং করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। যেকোনো সময় তারা সেরা ক্রিকেট খেলতে পারে।’

নিজ দলের প্রশংসা করতেও ভুললেন না ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, ‘ভালো একটা ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কা ভালো খেলেছে, ব্যাটিংটা ভালো করেছে। ছেলেরা ভালো খেলেছে, দায়িত্ব নিয়ে খেলেছে। বড় রান তুলে বাংলাদেশকে চাপে ফেলেছে। সবাই ভালো ব্যাটিং করেছে, শুধু আসালাঙ্কা নয়। শীর্ষ চারজন ভালো করছে দেখে ভালো লেগেছে।’

দলে নিজের নতুন দায়িত্ব সম্পর্কে জয়াসুরিয়া বলেন, ‘আমি এখানে পরামর্শক হিসেবে এসেছি। দলের সঙ্গে থাকতে এসেছি। শুরুটা ভালো হয়েছে। আমি ম্যানেজমেন্টকে যতটা সহযোগিতা করতে পারি, করবো। দল ভালো শুরু পেয়েছে। এই মুহূর্তে তাদের মনযোগ ঠিক আছে। আমাদের ভালো করতে হবে।’

জয়াসুরিয়া প্রায় ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ১১০টি টেস্ট, ৪৪৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে ছিল তাঁর অংশগ্রহণ। ক্যারিয়ারে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪২টি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে