অসহায় প্রবাসীদের পাশে সব সময় আল হারামাইন গ্রুপ পাশে থাকে। আমিরাতের বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীরা প্রতিবছর আনন্দের সাথে অংশগ্রহণ করেন এমন একটি ইফতারে।

সংযুক্ত আরব আমিরাতে বিশ্ববিখ্যাত বাংলাদেশি সুগন্ধি শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউমের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল বক্তারা এসব বলেন।


রবিবার আমিরাতের আজমান শহরে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরীতে ৫ হাজার প্রবাসী মানুষের সাথে ইফতার সম্পন্ন হয়েছে। আমিরাত সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীসহ সাধারণ শ্রমিকদের মিলনমেনায় রূপ নেয় এ অনুষ্ঠান।

প্রতিবছর আল হারামাইনের এমন মেলবন্ধনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। আল হারামাইনের সুগন্ধি বিশ্বে আজ এক সুপরিচিত নাম। আরবের বালুকাময় প্রান্তরের প্রাণকেন্দ্র মক্কায় ১৯৭০ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ১৯৯২ সালে আল হারামাইন সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করে। বর্তমানে ৩ হাজার বাংলাদেশি কর্মী আছেন এ প্রতিষ্ঠানে। রমজান এলে সকল শ্রেণীর মানুষের একসাথে মিলনমেলা করে মানুষে মানুষে ভেদাভেদ নেই বলেই উল্লেখ করেন কোম্পানির চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি। প্রতিমন্ত্রীর কাছে সাধারণ প্রবাসিরা বিমানের আবুধাবীতে রুটে বড়ো ফ্লাইটের দাবী জানান। ঈদ এলে রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালি করেন প্রবাসিরা।  তবুও বিমানের কিছু বিমাতকাসুলব আচরণে তারা যেন প্রতিনিয়ত ভোগান্তিতে দিন কাটান। একইসাথে ঈদে ঘরে ফেরা প্রবাসির জন্য বিমানের টিকেটে সুলভ মূল্যে রাখার দাবী জানালে প্রতি উত্তরে প্রতিমন্ত্রী সমাধানের প্রতিশ্রুতি দেন।

আল হারামাইন পারফিউমের পক্ষ থেকে এসব ইফতার গত কয়েকবছর ধরে চলছে। কেবল ইফতার নয় বরং কুটনীতির সম্পর্ক উন্নয়ন আর প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে এসব আয়োজন সহায়ক বলে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিআইপি আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, রাজা মল্লিক, সিআইপি আব্দুল করিম, সিআইপি বদরুল ইসলাম চৌধুরী, সিআইপি সালেহ আহমদ, হাজী শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, সিআইপি হেলাল আহমদ, কবির উদ্দিন, শেখ জহির উদ্দিন, সালেহ আহমদ তালুকদার, আব্দুল আওয়াল, রুজেল তরফদার, আল হারামাইন পারফিউমের নয়ন আহমেদ, মোহাম্মদ সুরিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/আমিনুল/এসডি-১৩১১