সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ স্মরণে আয়োজিত আলোচনা সভা থেকে ২৯ মার্চকে সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

 


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড শুক্রবার, ২৯ মার্চ সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে।

 

 

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রধান আলোচক ছিলেন সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী অধ্যাপক মো শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের নির্বাহী পরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ।

 

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি লেখক শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো আব্দুল জলিল ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেন। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

 

 

অধ্যাপক মো শফিকুর রহমান ১৯৭১ সালের ২৯ মার্চ আখালিয়ায় তৎকালীন ইপিআর সদর দপ্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাঙালি ইপিআর, আনসার ও মোজাহিদদের প্রচণ্ড প্রতিরোধ যুদ্ধের স্মৃতিচারণ করেন।

 

অন্যান্য বক্তা দিনটিকে সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ঘোষণা করেন, আগামী বছর থেকে মুক্তিযুদ্ধ অনুশীলনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ দিনটি উদযাপন করবে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি