চলমান তীব্র তাপপ্রবাহের কারণে এবার বিদেশি কারিকুলামে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (ইংলিশ মিডিয়াম) শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 


রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শ্রেণি কার্যক্রম ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৮ এপ্রিল।

 

এদিকে গতকাল শনিবার দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা পাঁচ দিন বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়।

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর শুক্র ও শনিবার থাকায় ছুটি কার্যত ৭ দিনে গিয়ে ঠেকছে। ২৮ এপ্রিল থেকে খুলবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগও আলাদা বিজ্ঞপ্তি দিয়ে তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেয়।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭৫৭


সূত্র : প্রথমআলো