সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি এর প্রতি কৃতজ্ঞতা ও তার পাশে দেশবাসী দাঁড়ানোর করণীয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরকারী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী আন্দোলন হচ্ছে দেশ রক্ষার আন্দোলন।

 

সভায় বক্তারা বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হেতু ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি’র প্রাণনাশে আশঙ্কা সৃষ্টি হওয়ায় বেনজীর কে দ্রুত গ্রেফতার এবং তার পাসপোর্ট জব্ধ করে অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের জোর দাবী জানানো হয়।

 

সভায় আগামী ২৯ এপ্রিল, সোমবার বেলা ২টা ৩০ মিনিটের সময় সিলেট নগরীর ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি’র প্রাণনাশের আশঙ্কা সৃষ্টি হওয়ায় বেনজীরকে দ্রুত গ্রেফতার করে তদন্তের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গণজমায়েত ও নাগরিক মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুর করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সিনিয়র সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচর্য্য, ৮০’র দশকের সিলেট জেলা ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আফছারুজ্জামান আফছার, রফিকুল ইসলাম শিতাব, যুব ফোরামের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাংবাদিক শহীদ আহমদ খান শিব্বির, সমাজসেবক ওসমান আলী, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ মাহবুব ইকবাল মুন্না প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি