সুনামগঞ্জের জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে আজাদ মিয়া (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।



আজাদ মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন (ওয়াহিদনগর) গ্রামের মৃত তৌহাহিদ উল্লার ছেলে।


জানা গেছে, গত বুধবার সকালে আজাদ মিয়া নিজ গ্রামের হাওরে ধান কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিনেও তিনি আর বাড়ি ফিরে না আসায় সন্ধ্যায় তাঁর স্ত্রী রুবিনা বেগম তাঁকে খুঁজতে বের হন।


খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওরের ধান খেতে ওই কৃষকের মরদেহ দেখতে পান তাঁর স্ত্রী। খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কৃষক আজাদ মিয়ার ডান পায়ের হাঁটুর নিচে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা বিষধর সাপের কামড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / মাহি/ নোমান