সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে ধান, চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন  জগন্নাথপুর খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়।    গত মঙ্গলবার  ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 


এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা , উপজেলা  কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন, জগন্নাথপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক সূত্রধর,রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপন সুমের,কৃষক সাবাজ মিয়া উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলায় এবার ২৬০৮ মেট্রিক্সটন ধান ক্রয় করা হবে। 

 

৮১০ জন ভাগ্যবান  কৃষক  ১২৮০ টাকা মণ ধরে ধান বিক্রি করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ  ৭৫ মণ ধান বিক্রি করতে পারবে। আগামী ১৫ মে পর্যন্ত কৃষকের আবেদন গ্রহণ করা হবে। গতকাল লটারীর মাধ্যমে ৮১০ জন কৃষক মনোনীত করা হয়।

 

জগন্নাথপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক সুত্র ধর জানান, গতবার থেকে এবার ধান বেশী নেওয়া হচ্ছে। এছাড়া ১৯১৬ মেট্রিকটন আতব চাল ও ২৯২ মেট্রিক টন সিদ্ধ চাল নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম / সুনু / মাহি