শনিবার নগরীর একটি অভিজাত রেস্তোরায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল' অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক, যুগ্ম-আহবায়কবৃন্দ এবং সদস্য সচিব পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সংগঠনের আহবায়ক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সিনিয়র প্রভাষক অ্যাডভোকেট ফাতেমা ইমরোজ সামান্তার সভাপতিত্বে এবং সদস্য সচিব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ শাহাদাত আলী শাকী'র পরিচালনায় উক্ত আলোচনা সভায় স্ব-শরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট লুৎফুর রহমান লিমন (যুক্তরাষ্ট্র থেকে), সি এম এম আদালত সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন, অ্যাডভোকেট মোঃ ওয়াজিহুদ্দীন তারিক, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, অ্যাডভোকেট তাসনোভা তাজিন, অ্যাডভোকেট ফুরাহিম হোসাইন এবং অ্যাডভোকেট মোঃ আনোয়ার আলম।

উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী বৃহস্পতিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তালিকাভুক্ত হওয়া নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং পাশাপাশি সম্প্রীতি সমাবেশ আয়োজনের৷


সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট মোঃ আব্বাছ উদ্দিন এবং ডেপুটি রেজিস্ট্রার অ্যাডভোকেট লোকমান আহমদ চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়৷

সিলেটভিউ২৪ডটকম/জিএসি