আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ম্যাচ আজ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ হাত ছাড়া করা বাংলাদেশের সামনে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। যদিও টি-টোয়েন্টিতে আগে কখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি টাইগাররা।


১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল।এখনও ইংল্যান্ডের মোকাবিলা করা হয়নি টাইগারদের। এবার প্রথমবারের মতো ইংলিশদের মুখোমুখি হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেসার সাইফুদ্দিন।

টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

মঙ্গলবার বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেয়া দলটির বিপক্ষে সাহস নিয়ে খেলবে দল। আমাদের জেতার সামর্থ্য কিংবা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করাটা আশ্চর্যের। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। এবং এমন বিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপে এসেছি।

তিনি আরও জানালেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়া কোনো দলকে ভয় পায় না। হ্যাঁ, ইংল্যান্ডের ভালো ব্যাটিং লাইনআপ আছে, ওরা আগ্রাসী ক্রিকেট খেলে, তবে আমরাও প্রতিযোগিতা করতে ও জিততে জানি। এবং সেই চেষ্টাই করবো।

তবে ২০ ওভারের ক্রিকেট না হোক বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরমেন্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে, ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিলো বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান,শরিফুল ইসলাম , নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমল মিলস।

 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-১৪